রায়গঞ্জ, ৩১ জুলাইঃ বর্ষার মরশুম শুরু হতেই জলস্তর বাড়ছে কুলিক, নাগর, মহানন্দা সহ রায়গঞ্জ ইটাহার ব্লকের নদী গুলোর। প্রাণের ঝুঁকি নিয়েই চলছে নদী পারাপার। নৌকাডুবির মতো দুর্ঘটনা এড়াতে এবার রায়গঞ্জ ইটাহার ব্লকের ফেরিঘাট গুলিতে নজরদারি বাড়াচ্ছে ব্লক প্রশাসন। ইতিমধ্যে রায়গঞ্জ ব্লকের বাহিনঘাট, বিশাহার ঘাট, গোড়াহার ঘাট, ইটাহার ব্লকের বারিওল ঘাট এলাকায় পুলিশ মোতায়েন হয়েছে। উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন নদীতেই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা পারাপার চলে। ছোট নৌকাগুলোতেও তুলে নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী। এমনকি মোটরবাইক থেকে শুরু করে সাইকেল ও মোটর ভ্যানও তোলা হয় নৌকায়। রীতিমতো টালমাটাল অবস্থায় এপার থেকে ওপারে ভরা নদীর উপর দিয়ে নৌকা চলাচল করে। জেলা প্রশাসন সূত্রে খবর, যেসব ফেরি ঘাটে নৌকা পারাপার হয় সেখানে নজর রাখার জন্য সংশ্লিষ্ট বিডিও দের নির্দেশ দেওয়া হয়েছে।
রায়গঞ্জ শহরের পূর্ব দিক দিয়ে বয়ে যাওয়া কুলিক নদী এছাড়াও রয়েছে নাগর ও মহানন্দা নদী। প্রতিবছরের মতো এবছরও নদীগুলি ফুলে-ফেঁপে উঠেছে। অভিযোগ, এই সময়েও রীতিমত জীবনের ঝুঁকি নিয়ে চলছে নৌকা পারাপার। জীবনের ঝুঁকি নিয়েই যাত্রীরা নৌকায় চেপে বসেন। রায়গঞ্জ শহর সংলগ্ন শ্মশান ঘাটের নদী পারাপারের সময় অতিরিক্ত যাত্রী নিয়েই নৌকা চলাচল করে। পুরসভার পক্ষ থেকে নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য ফেরিঘাটগুলোতে বর্ষার মরশুমে যাতে বেশি যাত্রী না তুলে নৌকা চলাচল করে সেই দিকে নজর রাখা হচ্ছে। এদিন জেলা প্রশাসনের তরফ থেকে এই সমস্ত ঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। প্রশাসন সূত্রে খবর, ফেরিঘাটের ইজারাদার ও মাঝিদের সতর্ক করা হয়েছে। নৌকায় লাইফ জ্যাকেট ও টিউব রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা হলে ফেরিঘাটের লিজ বাতিল করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ব্লক ও জেলা প্রশাসনের তরফ থেকে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Kdq31C
July 31, 2018 at 10:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন