সোচি, ৩জুলাইঃ ফুটবলার হিসেবে তিনি সুপারস্টার। কিন্তু কোচ হিসেবে ব্যর্থ।
২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন কিংবদন্তি মারাদোনা। সেবার কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে চূর্ণ হয়েছিল মেসিরা।
বিশ্বকাপের আসরে সেই ব্যর্থতার পর জাতীয় দলের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন মারাদোনা। মাঝের সময়ে সৌদি আরবে দুটি ক্লাবে কোচিং করালেও পাকাপাকিভাবে পেশাদার কোচ হিসেবে তাঁকে আর দেখা যাযনি। এহেন মারাদোনা ফের কোচিংয়ে ফিরতে আগ্রহী।
রাশিয়া বিশ্বকাপে মেসিদের ব্যর্থতার পর মঙ্গলবার আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হতে চেয়ে নতুন করে সওযাল করেছেন ফুটবলের রাজপুত্র। বিনা পারিশ্রমিকে তিনি জাতীয় দলে মেসিদের কোচিং করাতে চান। মেসিরা দেশে ফিরলেও মারাদোনা এখনও রাশিয়ায়। সেখানেই ভেনেজুয়েলার এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।মারাদোনা বলছেন, ‘হ্যাঁ, আমি জাতীয় দলে কোচিং করাতে চাই। আর সেটা করব বিনা পারিশ্রমিকে। জাতীয় ফুটবলের স্বার্থে আমার কোনো আর্থিক চাহিদা নেই।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2u2jk4P
July 03, 2018 at 07:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন