তেহেরান, ৩ জুলাইঃ ইজরায়েলের বিরুদ্ধে মেঘ চুরির অভিযোগ আনলেন ইরানের সেনাধ্যক্ষ। সোমবার এক সাংবাদিক সম্মেলনে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি বলেন, ‘ইরানের আবহাওয়া আচমকাই পরিবর্তন হয়ে গিয়েছে। বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে দেশবাসী। এর পিছনে কোনও বিদেশি শক্তির হাত দেখা যাচ্ছে।’ তিনি বলেন, ‘ইজরায়েল ও আরেকটি দেশ কৃত্তিম ভাবে আবহাওয়ায় আবহাওয়ার পরিবর্তন ঘটিয়েছে। ইরানের আকাশে প্রবেশকারী মেঘ থেকে যাতে বৃষ্টি না হয়, সেই ব্যবস্থা করছে ইজরায়েল।’
কিন্তু সেনাধ্যক্ষের অভিযোগের সঙ্গে সহমত হননি ইরানের আবহাওয়া দপ্তর। দপ্তর প্রধান আহাদ ভাজিফের জানান, ‘জেনারেল জালালির কাছে কী তথ্য রয়েছে, তা আমি জানি না। তবে জলবায়ু সম্পর্কিত জ্ঞানের ভিত্তিতে বলতে পারি, কোনও দেশের পক্ষেই মেঘ অথবা তুষারপাত চুরি করা অসম্ভব।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NkRwBv
July 03, 2018 at 07:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন