কলকাতা, ৩ জুলাইঃ জলের ড্রামে ডুবে মৃত্যু হল আট বছরের শিশুর। ২৯ জুন মেটিয়াবুরুজ থানার পাহাড়পুর রোডের ঘটনা। মৃত শিশু তৃতীয় শ্রেণিতে পড়ত। প্রাথমিক তদন্তে দুর্ঘটনা মনে হলেও পরে তা হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার নাবালকের বৌদি।
বাড়ির শৌচাগারে জলের ড্রামের ভেতর থেকে পাওয়া যায় শিশুর দেহ। ময়নাতদন্তে জানা গিয়েছে, জলে ডুবে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে রাজু দাসের।
পুলিশ সূত্রে খবর, শৌচাগারে রাখা জলভরতি ড্রামে ঢুকে স্নান করত রাজু। পরিবারের সদস্যদের জেরা করার পরে রাজুর বৌদি প্রিয়াঙ্কা দাসের উপর সন্দেহ হয় গোয়েন্দাদের। সোমবার রাতে স্বামী সুব্রত দাসের কাছে প্রিয়াঙ্কা স্বীকার করে রাজুর ওপর ক্ষোভের কারণেই তাকে খুনের পরিকল্পনা করে সে।
২৯ জুন রাজু স্নান করার সময় জলরতি ড্রামের ঢাকনা বন্ধ করে দেয় প্রিয়াঙ্কা। ড্রামের ভেতরেই জলে ডুবে দম আটকে মারা যায় ওই শিশু। প্রিয়াঙ্কার দাবি, তাঁর স্বামী সুব্রতর চেয়ে ছোট ছেলে রাজুকে বেশি ভালোবাসতেন শ্বশুর। সেই কারণেই ছোট দেওরের প্রতি তার বিদ্বেষ তৈরি হয় এবং তাকে মারার ফন্দি আঁটে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রিয়াঙ্কাকে গ্রেফতার করেছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MJJhhf
July 03, 2018 at 06:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন