ভোলাহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা চূড়ান্ত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

ভোলাহাট উপজেলা শিা অধিদপ্তর আয়োজিত উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেশা মুজিব প্রাথমিক বিদ্যালয় চূড়ান্ত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট/১৮ মঙ্গলবার রামেশ্বর হাই স্কুল মাঠে বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয। চূড়ান্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, স্থাণীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ ভোলাহাট উপজেলা শাখার সভাপতি প্রকৌশলি আমিনুল হক, সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু, উপজেলা স্বাস্থ ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, জেলা আ’লীগ সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা সিনিয়র সহ সভাপতি ইয়াশিন আলী শাহ, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিা অফিসার এসএম মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিা অফিসার আব্দুল গণি, বজরাটেক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক জাহাংগির রেজা, গোহালবাড়ী সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক আহাসান আলী, ইমামনগর সঃ প্রাঃ বিঃ প্রধান শিক মিজানুর রহমান, ভোলাহাট সঃ প্রাঃ বিঃ প্রধান শিক জুলফিকার আলীসহ অন্যরা। এ খেলায় উপজেলা পর্যায়ে মোট ৪টি স্কুলের ফুটবল দল থেকে খেলায় অংশ গ্রহণ করে। বঙ্গমাতা ফুটবল খেলায় নির্ধারিত সময়ে গোল করতে না পারায় ময়ামারী টেইব্রেকারের মাধ্যমে ৩-১ গোলে হেলাচী সঃ প্রাঃ বিদ্যালয়কে হরিয়ে বিজয় ছিনিয়ে নেয়। অপরদিকে বঙ্গবন্ধু ফুটবল খেলায় তেলীপাড়া সঃ প্রাঃ বিদ্যালয় ৩-১ গোলে বড়গাছী সঃ প্রাঃ বিদ্যালয়কে হারিয়ে জয় কেড়ে নেয়।  এ খেলা ২৫ মিনিটি করে ৫০ মিনিট খেলা হয় এবং ১০ মিনিট বিরতি দেয়া হয়। খেলা পরিচালনা করেন শিক সেলিম রেজা, মুক্তার হোসেন ও আরিফুল ইসলাম। উল্লেখ্য চূড়ান্ত পর্বের বিজয়ী ফুটবল দল জেলা পর্যায়ে খেলায় অংশ গ্রহণ করবে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৮-০৭-১৮




from Chapainawabganjnews https://ift.tt/2O1kxlR

July 18, 2018 at 08:21PM
18 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top