মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ স্মরণে দেশব্যাপি একযোগে ৩০ লাখ বৃক্ষ রোপন কর্মসুচির অংশ হিসেবে বুধবার চাঁপাইনবাবগঞ্জের বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।
সকালে সদর উপজেলা আতাহার মাসউদুল হক ইন্সটিটিউটে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, নবাবগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর সুলতানা রাজিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, এ্যাড. সোলাইমান বিশু, এ্যাড. মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় ৩১ হাজার ৫টি ফলজ বনজ ও ভেষজ বৃক্ষ রোপন করা হবে।
আমাদের নাচোল প্রতিবেদক জানান, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে একযোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে কয়েকটি ফলদ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক ও নাচোল পৌর মেয়র আবদুর রশিদ খান ঝালু।
এ সময় অন্যান্যের মধ্যে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান, নাচোল উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, নাচোল উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারাদেশে একযোগে ৩০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে নাচোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ৬ প্রজাতির ১৭০০ ফলদ গাছের চারা লাগিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৭-১৮
„
সকালে সদর উপজেলা আতাহার মাসউদুল হক ইন্সটিটিউটে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, নবাবগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর সুলতানা রাজিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, এ্যাড. সোলাইমান বিশু, এ্যাড. মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় ৩১ হাজার ৫টি ফলজ বনজ ও ভেষজ বৃক্ষ রোপন করা হবে।
আমাদের নাচোল প্রতিবেদক জানান, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে একযোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে কয়েকটি ফলদ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক ও নাচোল পৌর মেয়র আবদুর রশিদ খান ঝালু।
এ সময় অন্যান্যের মধ্যে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান, নাচোল উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, নাচোল উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারাদেশে একযোগে ৩০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে নাচোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ৬ প্রজাতির ১৭০০ ফলদ গাছের চারা লাগিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৭-১৮
„
from Chapainawabganjnews https://ift.tt/2NrdFx9
July 18, 2018 at 08:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন