মুম্বই, ২ জুলাইঃ পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসি ‘হল অফ ফেম’-এ এবার যুক্ত হলেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড় ছাড়াও ‘হল অফ ফেম’-এ অন্তর্ভুক্ত হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিকি পন্টিং এবং ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের অবসরপ্রাপ্ত উইকেটকিপার ক্ল্যারি টেলর। এই তিনজনের নামে প্রকাশ করেছে আইসিসি।
এর আগে ভারতীয় হিসেবে এই সম্মান পেয়েছেন বিষেণ সিং বেদী, কপিল দেব, সুনীল গাভাসকর এবং অনিল কুম্বলে। ২০০৯-এ প্রথম তিনজন ‘হল অফ ফেম’-এ স্থান পান, ২০১৫-তে অনিল কুম্বলের নাম এই তালিকায় ওঠে। পন্টিং-এর আগে ২৪ জন অস্ট্রেলীয় ‘হল অফ ফেম’-এ স্থান পেয়েছেন। সপ্তম মহিলা ক্রিকেটার এবং ইংল্যান্ডের তৃতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন টেলর।
১৬৪টি টেস্টে ১৩,২৮৮ রান করেছেন দ্রাবিড়, যার মধ্যে আছে ৩৬টি সেঞ্চুরি। ৩৪৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি করেছেন ১২টি সেঞ্চুরি সহ ১০,৮৯৯ রান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2u19CQi
July 02, 2018 at 02:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন