কলেজে ভরতি চক্রে গ্রেফতার ছাত্রনেতা, অন্যজনের বাড়ি থেকে উদ্ধার প্রচুর নথি

কলকাতা, ২ জুলাইঃ টাকার বিনিময়ে কলেজে ভরতি চক্রের বিষয়টি সামনে আসতেই কলকাতা পুলিশ সোশাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ ও ফোন নম্বর দিয়ে অভিযোগ জানানোর ঘোষণা করেছিল। এরপর পুলিশের কাছে আসতে শুরু করে একের পর এক অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই গত রাতে কলকাতার ১৭টি জায়গায় হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে জয়পুরিয়া কলেজের এক ছাত্রনেতা তিতান সাহাকে। তিতান ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। তৃণমূল ছাত্র পরিষদের অন‍্যতম নেতা। সোশাল মিডিয়ায় লালবাজারের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আসা অভিযোগের ভিত্তিতে শিশির ভাদুড়ি সরণির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তিতানকে।

সুরেন্দ্রনাথ কলেজর এক গ্রুপ ডি স্টাফ রাতুল ঘোষের নীলমণি দত্ত লেনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর কাগজপত্র। যার মধ্যে রয়েছে প্রচুর ভরতির ফর্ম, অ‍্যাডমিট কার্ড এবং ভরতি সংক্রান্ত অন্যান্য কাগজপত্র।

গা ঢাকা দিয়েছেন অনেকেই। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে চার ছাত্রকে। অভিযোগ, তারা সকলে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MAAT3m

July 02, 2018 at 02:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top