বছরে দু’বার হবে জয়েন্ট এন্ট্রান্স, পরীক্ষা নেবে এনটিএ

নয়াদিল্লি, ৭ জুলাইঃ এবার থেকে বছরে দু’বার হবে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। অনলাইনে হবে জয়েন্ট এন্ট্রান্স (মেইন) ও ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET)। শনিবার এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর।

২০১৯ থেকে নতুন এই ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন তিনি। এই পরীক্ষার দায়িত্বে থাকবে নতুন গঠিত পরীক্ষক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA)।

সবকটি পরীক্ষার নির্ঘণ্ট পৃথক হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী। পরীক্ষার্থীরা নিজের সুবিধে মত তারিখ বেছে, পরীক্ষায় বসতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রী। পরীক্ষা নিয়ামক সংস্থার বদল হলেও পাঠ্যসূচি ও অন্যান্য প্রক্রিয়ার কোনও বদল হবে না। জানুয়ারি ও এপ্রিলে হবে জয়েন্ট্র এন্ট্রান্স(মেইন) এবং ফেব্রুয়ারি ও মে-তে আয়োজিত হবে NEET পরীক্ষা।
এ ছাড়া UGC NET ও CMAT পরীক্ষার আয়োজনও এবার থেকে NTA করবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zpbRCy

July 07, 2018 at 06:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top