প্যারিস, ০৭ জুলাই- গত মৌসুম শেষ হওয়ার আগেই জানা গিয়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে আর থাকছেন না কিংবদন্তী গোলরক্ষক জিয়ানলুইজি। তবে ইতালিয়ান এই কিংবদন্তী কোন ক্লাবে খেলবেন বা আদৌ ফুটবল ক্যারিয়ার আরো দীর্ঘায়িত করবেন কিনা তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সবাইকে জানালেন বুফন। জুভেন্টাস ছেড়ে ফ্রিতে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দিয়েছেন তিনি। এই দলে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন নেইমার জুনিয়র, এডিনসন কাভানি, এঞ্জেল ডি মারিয়ার মতো তারকাদের। চল্লিশ বছর বয়সী বুফন এক বছরের জন্য পিএসজির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। মূলত উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোয় লিগ ওয়ান চ্যাম্পিয়নদের গোলবার সামলানোর দায়িত্ব নিতেই এই ক্লাবে এসেছেন বুফন। ২৩ বছরের ফুটবল ক্যারিয়ারে এই প্রথমবারের মতো ইতালির বাইরের কোন ক্লাবে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পিএসজিতে এসে দেয়া এক সাক্ষাৎকারে বুফন বলেন, প্যারিস সেইন্ট জার্মেইর মতো ক্লাবে যোগ দেয়া অসাধারণ এক অনুভূতি। ক্যারিয়ারে প্রথমবারের মতো ইতালির বাইরের কোন ক্লাবে খেলতে যাচ্ছি। আমার একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে, সেজন্যই এই ক্লাবে এসেছি। তাদে দলে নেয়ায় ক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন বুফন। তিনি বলেন, আমার প্রতি বিশ্বাস রাখায় ক্লাব এবং ক্লাবের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। গত কয়েক বছর ধরে এই ক্লাবের খেলা অনুসরণ করায় আমি জানি তাদের লক্ষ্য কী এবং আমাকে কি করতে হবে। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/০৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2u3dG37
July 07, 2018 at 11:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top