নয়াদিল্লি, ৭ জুলাইঃ এক ট্রেনযাত্রীর বুদ্ধিমত্তার জেরে পাচারের হাত থেকে রক্ষা পেল ২৫ জন নাবালিকা। মুজাফফরপুর-বান্দ্রা আওয়াধ এক্সপ্রেস থেকে ওই নাবালিকাদের উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ট্রেনের মধ্যে একসঙ্গে এত সংখ্যক নাবালিকাকে কাঁদতে দেখে সন্দেহ হয়েছিল ওই ব্যক্তির। বিপদের আঁচ পেয়ে তাই তড়িঘড়ি টুইট করে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। তাঁর পোস্টের ভিত্তিতে বারাণসী এবং লখনউয়ের রেল আধিকারিকরা জিআরপি এবং আরপিএফ-কে নিয়ে নাবালিকাদের উদ্ধার করেন। তাদের নিরাপত্তা দিয়ে গোরক্ষপুরে নিয়ে যাওয়া হয়।
টুইট করে ওই যাত্রী জানান, তিনি মুজাফফরপুর-বান্দ্রা আওয়াধ এক্সপ্রেসে যাত্রা করছেন। এস৫ কোচে রয়েছেন। কোচে প্রায় ২৫ জন নাবালিকা কাঁদছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। রেল কর্তৃপক্ষের পাশাপাশি ওই ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, রেল এবং টেলিকম রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও টুইটে মেনশন করেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2u1FMMl
July 07, 2018 at 06:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন