রোম, ২৭ জুলাই- একদিকে রণবীর-আলিয়া প্রেমগুঞ্জন, অন্যদিকে বলিউড মেতে উঠেছে রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের বিয়ে নিয়ে। গুঞ্জন এতটাই, যে রটে গেছে সব নাকি ফাইনাল। অনুশকা-বিরাটের মতো ইতালিতেই নাকি বিয়ে করতে চলেছেন রণবীর ও দীপিকা! বলিউড গুঞ্জনে আপাতত এই খবরটাই উড়ছে। সব নাকি রেডি। অনেক দেখে শুনে নাকি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বিয়ের জন্য বেছে নিয়েছেন ইতালির লেক কোমোকেই। একটি ইংরেজি ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, দীপিকা ও রণবীর দুজনেই নাকি চেয়েছিলেন, সুন্দর, শান্ত জায়গায় হোক তাদের বিয়ে। আর সেই কারণেই, বহুদিন থেকে খুঁজছিলেন রোমান্টিক একটি জায়গা। অনেক খুঁজে নাকি ইতালির লেক কোমোকেই সবুজ সংকেত দিয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এবার শুধু সানাই বাজানোর পালা। অনুশকা ও বিরাটের পরে ফের এক সেলেব বিবাহ দেখতে চলেছে সুদূর ইতালি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১০:১৪/২৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NScwPE
July 28, 2018 at 05:42AM
27 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top