নয়াদিল্লি, ২৭ জুলাইঃ সিগারেটের প্যাকেটে সতর্ক বার্তা হিসেবে ধূমপান স্বাস্থের পক্ষে ক্ষতিকর বলে লেখা থাকে। তাহলে গঙ্গা জল স্নান এবং পানের অযোগ্য হওয়া সত্ত্বেও কেন সাধারণ মানুষকে সেব্যাপারে সতর্ক করা হবে না তা নিয়ে প্রশ্ন তুলল জাতীয় পরিবেশ আদালত। চেয়ারপার্সন একে গোয়েলের নেতত্বাধীন বেঞ্চ শুক্রবার জানায়, হরিদ্বার থেকে উত্তরপ্রদেশের উন্নাও পর্যন্ত গঙ্গার জল স্নান এবং পানের অযোগ্য। কিন্তু সাধারণ মানুষ গঙ্গার জলকে পবিত্র বলে মনে করে তাতে স্নান করেন এবং সেই জল পান করেন। এই জল তাঁদের স্বাস্থ্যের পক্ষে কতটা বিপজ্জনক তা তাঁরা জানেন না। সিগারেটের প্যাকেটের মতো গঙ্গার জলের বিরূপ প্রভাব সম্পর্কে কেন মানুষকে সতর্ক করা হবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় পরিবেশ আদালত। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (এনএমসিজি)-কে প্রত্যেক ১০০ কিলোমিটার অন্তর গঙ্গার জল পান এবং স্নানের জন্য অযোগ্য বলে জানিয়ে ডিসপ্লে বোর্ড লাগানোর নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। সেইসঙ্গে কোন কোন এলাকায় গঙ্গার জল দূষিত, তাও মানচিত্রের মাধ্যমে আগামী ২ সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এনএমসিজি-কে জানাতে বলা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LJHP1A
July 27, 2018 at 11:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন