মুম্বাই, ০২ জুলাই- চলতি বছরে বলিউডের সব রেকর্ড ভেঙে দিল সঞ্জু। মুক্তির মাত্র তিন দিনের ব্যবসাতেই বক্স অফিস কাঁপিয়ে দিলো ছবিটি। রাজকুমার হিরানি পরিচালিত রণবীর কাপুরের এই ছবি তিন দিন না পেরোতেই ঢুকে পড়েছে ১০০ কোটির ক্লাবে। মুক্তি পাওয়ার প্রথম দিনে সঞ্জু আয় করেছে ৩৪.৭৫ কোটি টাকা। আর ভারতে ছুটির দিন রোববার প্রায় ৩৯ কোটি টাকার ব্যবসা করায় সবমিলিয়ে ১১২.৭৫ কোটি টাকা সঞ্জুর টিমের ঘরে ইতোমধ্যেই চলে এসেছে। এই ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এখানে সঞ্জু বাবার চরিত্র ছাড়াও খুব বড় করে তুলে ধরা হয়েছে সঞ্জয়ের বাবা সুনীল দত্তের চরিত্রকেও। সঞ্জয়ের বাবা সুনীলের ভূমিকায় পরেশ রাওয়ালের অভিনয় জয় করেছে দর্শকের মন। এছাড়াও বেস্ট ফ্রেন্ড কমলেশ ওরফে কামলির ভূমিকায় অভিনয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন ভিকি কৌশল। আর বিভিন্ন চরিত্রে সোনম কাপুর, দিয়া মির্জা, অানুশকা শর্মা ও মণীশা কৈরালার অভিনয়ও ছবিতে অন্য মাত্রা এনে দিয়েছে। আশা করা যাচ্ছে এই ছবিটি ৫০০ কোটির তালিকায় নাম লেখাবে। তথ্যসূত্র: জাগো নিউজ এআর/২১:৪৮/০২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2lPjtoD
July 03, 2018 at 03:45AM
02 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top