কেরলের পর এবার পশ্চিমবঙ্গেও এক মেসি-ভক্ত আত্মঘাতী

কলকাতা, ২ জুলাইঃ এবারের ফুটবল বিশ্বকাপ থেকে লিওনেল মেসির আর্জেন্টিনার বিদায় মেনে নিতে না পেরে আত্মঘাতী হয়েছে পশ্চিমবঙ্গের এক যুবক। পুলিশ জানায়, মৃতের নাম মনোতোষ হালদার (২০)। পশ্চিমবঙ্গের মালদা জেলার হাবিবপুরের বাসিন্দা মনোতোষ লিওনেল মেসির ভক্ত ছিলেন। গত শনিবার গলায় দড়ি দিযে আত্মহত্যা করেন তিনি। আর্জেন্টিনার পরাজয়ের কারণেই মনোতোষ এই পদক্ষেপ করেছেন বলে তাঁর পরিবারের দাবি। তবে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন মনোতোষ। তবে ঘটনাটি প্রকাশ্যে এসেছে রবিবার সকালে। মনোতোষের বাবা মঙ্গল হালদার জানান, মনোতোষ আর্জেন্টিনা এবং লিওনেল মেসির অন্ধভক্ত ছিলেন। তাঁর বিশ্বাস ছিল, এবারে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হবে। কিন্তু শনিবার প্রি-কোযার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর মনোতোষ বিষণ্ণ হযে পড়েন। রাতে খাবার না খেয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েন। তারপর রবিবার বেলা হয়ে গেলেও মনোতোষের ঘরের দরজা খোলেনি। অনেক ডাকাডাকির পরেও তাঁর সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। তারপর পুলিশ মনোতোষের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। আর্জেন্তিনার সমর্থক হলেও মনোতোষ এরকম কাণ্ড করতে পারেন বলে তাঁর পরিবারের লোকেরাও কল্পনা করতে পারেননি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yZXQeo

July 02, 2018 at 09:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top