রাজগঞ্জ, ২ জুলাইঃ গজলডোবার কাছে তিস্তা সেচ নালায় উলটে গেল যাত্রীবোঝাই ছোটো গাড়ি। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গাড়িটিতে চালক সহ পাঁচজন ছিলেন। চারজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। অপর একজনের এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি।
পুলিশ জানিয়েছে, এদিন বিকেলে চালক সহ পাঁচজন ওই গাড়িতে করে গজলডোবা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণে হারিয়ে গাড়িটি তিস্তা সেচ নালায় পড়ে যায়। পথচলতি লোকেরা তড়িঘড়ি চারজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। একজন নিখোঁজ রয়েছে। অন্ধকার নেমে আসায় তল্লাশি বন্ধ রাখা হয়। মঙ্গলবার ডুবুরি নামিয়ে তার খোঁজে তল্লাশি চালানো হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুজনের নাম অভিজিৎ গোস্বামী ও শুভজিত্ ভৌমিক। শুভজিত্ শিলিগুড়ির গেটবাজারের বাসিন্দা। অভিজিতের বাড়ি শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায়। আহত দুজনের নাম অরিজিত্ চক্রবর্তী ও অশোক বর্মন। তাঁরা দুজনই শিবমন্দির এলাকার বাসিন্দা। নিখোঁজ রয়েছেন ইস্টার্ন বাইপাসের অমিত বাগচী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ILpb3G
July 02, 2018 at 09:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন