টোকিও, ২৩ জুলাইঃ ২০২০-র ২৪ জুলাই থেকে ৯ আগস্ট জাপানের রাজধানী টোকিওতে বসবে অলিম্পিকের আসর। তার কিছুদিন পর ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে প্যারা অলিম্পিক গেমস। দুই গেমসেরই ম্যাসকটকে প্রকাশ্যে আনল আয়োজক জাপান অলিম্পিক সংস্থা। অলিম্পিকের ম্যাসকট ‘মিরাইতোয়া’র নামকরণ করা হয়েছে জাপানি শব্দ ‘মিরাই’, যার অর্থ ভবিষ্যৎ এবং ‘তোয়া’ যার অর্থ চিরকালীন এর সমন্বয়ে। প্যারা অলিম্পিকের ম্যাসকট ‘সোমেইতি’র নামকরণ করা হয়েছে জাপানি শব্দ ‘সোমেইশিনহো’ এবং ইংরেজি শব্দবন্ধ ‘সো-মাইটি’-র সংমিশ্রণে। যার অর্থ ঐতিহ্য এবং উদ্ভাবন। নির্মীয়মাণ অলিম্পিক ভিলেজের সামনের নদীতে ওয়াটার প্যারেডে অংশ নেয় দুটি ম্যাসকট। উপস্থিত ছিলেন ক্যারাটে তারকা কিয়ো সিমিজু এবং প্যারা অ্যাথলিট হাজিজু আশিদার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JNY4p5
July 23, 2018 at 10:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন