চাকরি হারাতে পারেন মুকেশ অম্বানি ও সুনীল মিত্তল!

মুম্বাই, ২২ জুলাইঃ চাকরি হারাতে পারেন ভারতের ধনীতম শিল্পপতি মুকেশ অম্বানি! সেই সঙ্গে পদ হারানোর আশঙ্কা রয়েছে সুনীল মিত্তলেরও।
সেবি-র র নতুন নির্দেশিকা অনুযায়ী চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে একই ব্যক্তি বসতে পারবেন না। সেবির তালিকাভুক্ত ৫০০টি সংস্থার জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে। এই নির্দেশিকা জারি হলে হলে চেয়ারপার্সন ও ম্য়ানেজিং ডিরেক্টর পদে ভিন্ন ব্যক্তিকে বসাতে হবে।
মুকেশ অম্বানি রিলায়েন্সের চেয়ারম্যান ও এমডি  উভয় পদেই রয়েছেন। সেবির নির্দেশিকা কার্যকর হলে ২০২০-র ১ এপ্রিলের আগে তাঁকে একটি পদ তাঁকে ছাড়তে হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2mDW6yK

July 23, 2018 at 09:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top