রায়গঞ্জ, ৪ জুলাইঃ দিন কয়েক আগে রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায় এটিএম লুটের চেষ্টা করেছিল একদল দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজ দেখে মঙ্গলবার গভীর রাতে দুজনকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সন্তোষ দাস ও শুভ সরকার। অভিযুক্তদের বাড়ি রায়গঞ্জ শহরের এফসিআই মোড় এলাকায়। এদিন সকালে অভিযুক্তদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন জেলা পুলিশের কর্তারা। এটিএম লুটের কথা স্বীকার করেছে অভিযুক্তরা। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটিএম লুট করতে মোট তিনজনের ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সন্তোষ দাস জানিয়েছে, তার দাদা মনোতোষ দাস এই চক্রের মূল পান্ডা। জেলা পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে রায়গঞ্জ শহরের বিধান নগর মোড় থেকে সাইকেল চুরির ঘটনায় মনোতোষ দাসকে গ্রেফতার করেছিল রায়গঞ্জ থানার পুলিশ। মনোতোষ দাসকে পুলিশি রিমান্ডে আনার জন্য রায়গঞ্জের আদালতে পেয়ার দেওয়া হয়েছে এদিন। জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, এটিএম ভাঙা কাণ্ডে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। এদিন অভিযুক্ত সন্তোষ দাস শুভ সরকারকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IR6ETM
July 04, 2018 at 05:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন