নিউ ইয়র্ক, ০৪ জুলাই- কদিন আগে বলি পাড়ায় হঠাৎ গুঞ্জন, মেধাবী অভিনেতা ইরফান খানের নাকি ক্যান্সার! শেষ পর্যন্ত সেই গুঞ্জনে খবরই সত্যি হয়েছিল। ইরফান নিজেই ক্যান্সারের খবর নিয়ে সামনে আসেন। বলিউডসহ সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা ইরফান ভক্তরা বিমর্ষ হন এই তারকার ক্যান্সারের খবরে। ইরফানকে নিয়ে বিমর্ষতা কাটিয়ে উঠতে না উঠতেই বলি পাড়ায় ফের আরো এক মর্মাহত খবর নিয়ে সামনে এলেন বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে! ক্যান্সারের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন নব্বই দশকের ভারতীয় ছবির জনপ্রিয় নায়িকা সোনালী বেন্দ্রে। বুধবার দুপুরে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। ক্যান্সার নিয়ে তিনি খুব ভয়ঙ্কর স্টেজে আছেন বলেও উল্লেখ করেন সোনালী। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়,বহুদিন পর জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়াস বেস্ট ড্রামেবাজ-এর বিচারকের ভূমিকায় ফিরে বেশ আনন্দিত ছিলেন সোনালী। তবে এমন আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয়নি। কারণ বিচারকের ভূমিকায় ফেরার পর গেল সপ্তাহেই ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারকের ভূমিকা থেকে অব্যাহতি নেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা ছিলো অপরিস্কার। তবে দুদিনের মধ্যেই বিচারকের ভূমিকা থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন স্বয়ং সোনালী। বুধবারে তার দেয়া দীর্ঘ স্ট্যাটাসের পর আর কারো বুঝতে বাকি থাকলো না যে মরণব্যাধী ক্যান্সারের কারণেই তিনি বিচারকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন! স্ট্যাটাসের শুরুতেই সোনালী লিখেছেন, যখন বাজে কিছুর জন্য আপনি প্রস্তুত নন তখনই জীবন আপনাকে বাঁকা পথের দিকে নিয়ে যাবে। সম্প্রতি আমি পরীক্ষা নিরীক্ষা করেছি, চিকিৎসকরা আমার শরীরে ক্যান্সার আছে বলে জানিয়েছেন। ক্যান্সারের জীবানু সারা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এমন বিরস বদনের কথা কে মেনে নিতে পারে! তবু এক নাগারে নিজের অসুখ সম্পর্কে বলে যাচ্ছিলেন সোনালী। জানালেন, শরীরে কদিন ধরে একটু ব্যথা হচ্ছিলো। সেটার জন্যই চেকাপ করাতে এসেই ক্যান্সারের খবর শুনলেন। বর্তমানে নিউ ইয়র্কে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন জানিয়ে সোনালী আরো বলেন, আমার সঙ্গে আমার পরিবার ও বন্ধু বান্ধব আছেন। তাদের প্রতি কৃতজ্ঞ। বর্তমানে আমি নিউ ইয়র্কে চিকিৎসারত আছি। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। আর এখন আমারও এটা মোকাবেলা করা ছাড়া গতি নেই এবং আমি আশাবাদী। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার মনোবলও রয়েছে বলে স্ট্যাটাসে জানান সোনালী। সূত্র: চ্যানেল আই অনলাইন আর/১৭:১৪/০৪ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2lXMzSR
July 05, 2018 at 12:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top