নয়াদিল্লি, ১৬ জুলাইঃ সারদা মামলা নিয়ে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েও সুরাহা পেল না সিবিআই। সোমবার মামলাটিকে আবার নিম্ন আদালতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিমকোর্টের বিচারপতি অরুণপ্রকাশ মিশ্র ও এস আবদুল নাজিরের বেঞ্চ। অবশ্য তার আগে রাজ্য ও সিবিআই উভয়পক্ষকেই ভৎসনা শুনতে হয়েছে শীর্ষ আদালতের।
সারদা চিটফান্ড মামলায় রাজ্য পুলিশ আগাগোড়া অসহযোগিতা করছে। শুধু তাই নয়, কলকাতা পুলিশ সিবিআই তদন্তকারীকে সমন পাঠিয়ে হেনস্তাও করছে। সুপ্রিমকোর্টের কাছে এমন অভিযোগই পেশ করেছিলেন সিবিআইর আইনজীবী রাঘবচারুলু। এদিন সুপ্রিমকোর্টের ডিভিশন বেঞ্চ এই কথা শুনে শুধু বিস্মিত নয়, ক্ষোভও প্রকাশ করে। বিচারপতি অরুণকুমার মিশ্র স্পষ্ট জানিয়ে দেন, সিবিআইয়ের তদন্তকারীকে সমন পাঠানোর এক্তিয়ার নেই কলকাতা বা রাজ্য পুলিশের। মামলাটি খারিজ করে তাঁরা উভয়পক্ষকেই হাইকোর্টের দ্বারস্থ হতে বলেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uEDjXs
July 16, 2018 at 09:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন