ওয়াশিংটন, ১৬ জুলাইঃ কানসাসে নিহত ভারতীয় ছাত্র শরথ কোপ্পুর হত্যাকারী সন্দেহে ১ জনকে চিহ্নিত করেছিল পুলিশ। যদিও তাকে জীবিত অবস্থায় ধরা যায়নি। পুলিশের সঙ্গে গুলির লড়াই চলাকালীন মৃত্যু হয় তার। সোমবার খবরটি জানিয়ে কানসাস সিটির এক পুলিশ আধিকারিক বলেন, গত রবিবার কোপ্পুর হত্যাকারী সন্দেহে ১ জনকে চিহ্নিত করা হয়। কিন্তু পুলিশদের দেখা মাত্র সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ আধিকারিকেরা তাকে লক্ষ্য করে গুলি চালান। ওই সন্দেহভাজনও পালটা গুলি চালায়। দু পক্ষের এই গুলির লড়াইয়ে ৩ পুলিশ আধিকারিক আহত হয়েছেন। পুলিশের পালটা গুলিতে ওই সন্দেহভাজনেরও মৃত্যু হয়েছে।
গত ৬ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস শহরে একটি রেস্টুরেন্টে ডাকাতির ঘটনায় তেলেঙ্গানার বাসিন্দা শরথ কোপ্পু (২৫)-র মৃত্যু হয়েছিল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NhQc1y
July 16, 2018 at 09:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন