দোহা, ৩০ জুলাই- ফুটবলের সবচেয়ে বড় আসর আসতে এখনও অনেকটা সময় বাকি। তবে কাতার প্রস্তুতি শুরু করেছে অনেক আগে থেকেই। বিশ্বকাপকে সফল করে তুলতে দ্রুত গতিতে এগিয়ে চলছে বিভিন্ন নির্মাণ কাজ। একের পর এক অত্যাধুনিক পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে বিশ্বকে চমৎকার এক বিশ্বকাপ দিতে৷ কাতারের লক্ষ্য, রাশিয়ার চেয়েও সফল বিশ্বকাপ আয়োজন করে সমালোচকদের মুখ বন্ধ করা, যারা তাদের আয়োজক হওয়ার দিকে আঙুল তুলেছিলেন। স্টেডিয়াম ছাড়াও বিশ্বকাপ উপলক্ষে নির্মিত হচ্ছে নতুন রাস্তা, হোটেল ও জাদুঘর। এমনকি বানানো হচ্ছে নতুন শহরও! আর এইসব অবকাঠামোগত উন্নয়নে ব্যয় হচ্ছে আনুমানিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে যোগ হচ্ছে মেট্রো রেল। জানা গেছে, ১০০টি স্টেশন নিয়ে চালু হবে মেট্রো রেল। ৩৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই যোগাযোগ ব্যবস্থা ২০১৯ সালের মধ্যেই চালু হবে বলে আশাবাদী মেট্রো রেল প্রকল্পের কর্মকর্তারা। বিশ্বকাপ উপলক্ষে কাতারে আসা পর্যটকদের কথা মাথায় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চায় আয়োজকরা। তারা ধারনা করছে, ১৫ লাখ পর্যটক সফর করবে মধ্যপ্রাচ্যের দেশটি। পর্যটকদের আবাসনের জন্য থাকবে বাসা-বাড়ি কেন্দ্রিক হোটেল, এয়ার বিএনবি প্রপার্টিস, তাঁবু ও ১২ হাজার জাহাজ। বিশ্বকাপ শুরু হতে দেরি থাকলেও ভেন্যু ও বড় বড় অবকাঠামো নির্মাণের কাজে মনোযোগী এখন কাতার। ফুটবলের সবচেয়ে বড় আসরের জন্য প্রস্তুত করা হচ্ছে ১২টি স্টেডিয়াম, যার প্রত্যেকটি হবে শীতাতপ নিয়ন্ত্রিত। শুধু নির্মাণ কাজ চলছে বললে ভুল হবে, ইতিমধ্যে প্রস্তুতও হয়েছে গেছে খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এমনকি বিশ্বকাপের মাঠটি উন্মুক্ত করে দেওয়ার পর সেখানে হয়েছে আমির কাপের সমাপনী খেলাও। বিশ্বকাপের আয়োজক হওয়ার আগে এই স্টেডিয়ামে আগামী বছর বসবে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আসর। আরও দুটি স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা এ বছরই। আল ওয়াকারাহ ও আল বায়েত স্টেডিয়াম দুটির কাজ এগিয়ে চলছে দ্রুত। তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন এইচ/২২:৫০/৩০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NYKCS3
July 31, 2018 at 05:30AM
30 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top