মুম্বাই, ৩০ জুলাই- বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান মা হতে চলেছেন। সম্প্রতি বিদ্যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। আর সেই ভিডিও দেখেই আলোচনা শুরু হয়েছে বিদ্যা মা হতে যাচ্ছেন। ভিডিওতে স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে দেখা গেছে মুন্নাভাই এমবিবিএস খ্যাত অভিনেত্রীকে। সেখানে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী ভূমি। ভারতীয় গণমাধ্যমের খবর, নতুন সিনেমা করওয়ার একটি পার্টিতে হাজির হন বিদ্যা। অনুষ্ঠানে সালোয়ার কামিজ পরে গিয়েছিলেন বিদ্যা। বিদ্যার চেহারা দেখেই অনেকে এই মা হবার গুঞ্জন তোলেন! বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি বিদ্যা। পরিবারের পক্ষেও কেউই কিছু বলছেন না। তাইতো মা হবার গুঞ্জনের সত্যতা নিয়েও সংশয় দেখা দিয়েছে। ২০০৫ সালে পরিণীতা ছবির একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক। তবে ২০০৬ সালে লাগে রাহো মুন্না ভাই ছবির প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জন করে। এরপর হেই বেবি, কিসমত কানেকশন, ব্ল্যাক কমেডি ইশকিয়া, নো ওয়ান কিলড জেসিকা, দ্য ডার্টি পিকচার, কাহানি একে একে অনেক ছবিতেই দেখা গেছে তাকে। সূত্র: আরতিভি অনলাইন আর/১০:১৪/৩০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2K4NA53
July 31, 2018 at 05:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top