ঢাকা, ২০ জুলাই- আগামী দুই বছর বিদেশে কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নিতে পারবেন না ইনজুরি প্রবণ টাইগার কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান। শুক্রবার (২০ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দিয়েছেন। আইপিএল ২০১৮-এর আসরে খেলতে গিয়ে বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়ায় গত মে মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে অংশ নিতে পারেননি দেশসেরা এই বোলার। হয়তো তার অনুপস্থিতিতেই পুঁচকে আফগানদের সঙ্গেও ন্যূনতম লড়াই করতে ব্যর্থ হয়েছে সাকিব বাহিনী। সংশ্লিষ্টরা বলছেন, এ জন্যই হয়তো বিসিবি প্রধানের এমন সিদ্ধান্ত। পাপন বলেন, আমি তাকে বলেছি আগামি দুই বছর সে বিদেশে কোনো টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারবে না। বিসিবি প্রধান বলেন, এভাবে চলতে পারে না। বিদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়ে সে দেশের হয়ে খেলা মিস করবে এটা মেনে নেওয়া যায় না। আইপিএল আসরে এবারেরটা দিয়ে মোট চারবার ইনজুরিকে আলিঙ্গন করলেন মোস্তাফিজ। প্রথমটি ছিল ২০১৬ সালে। প্রথমবারের মতো আইপিএল খেলে মাস খানেক বাদে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে কাঁধে ব্যথা পান ফিজ। ওই প্রথম তার শরীরে ইনজুরি হানা দেয়। দ্বিতীয় দফায় তাকে ইনজুরি আলিঙ্গন করে ওই বছরের শেষে নিউজিল্যান্ড সফরে। কোমরে চোট পেয়ে ছিটকে পড়েন সিরিজ থেকে। এরপর তৃতীয় দফায় ইনজুরিতে পড়েন, গেল বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ১৪ অক্টোবর অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় দেশে ফিরতে হয় মোস্তাফিজকে। সেই চোট কাটিয়ে উঠতে না উঠতেই আইপিএলে আবারো ইনজুরিতে পড়লেন এই বাঁহাতি পেস ওয়ান্ডার। সূত্র: বিডি২৪লাইভ আর/১০:১৪/২০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uRS7lx
July 21, 2018 at 06:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top