কিশোরগঞ্জ, ২১ জুলাই- ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট হারেই বোর্ড প্রধান নাখোশ। নাজমুল হাসান পাপন আজ শুক্রবার গণমাধ্যমকে জানান, সাকিব-মোস্তাফিজ টেস্ট খেলতে চায় না। ক্যারিবীয় সফরের দুই টেস্টের দুটিতেই লজ্জাজনক হার। টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে আছেন সাকিব আল হাসান। এন্টিগা টেস্টে ব্যাটে-বলে কোন বিভাগেই জ্বলে উঠতে না পারলেও জ্যামাইকা টেস্টে এক ইনিংসে ৬ উইকেট নেন সাকিব। আরেকজন মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রমিয়ার লিগ (আইপিএল) খেলতে যেয়ে চোটে পড়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আর ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট মিস করেছেন। পাপন আরও বলেন, দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার টেস্ট খেলতে চায় না। তিনি বলেন, মোস্তাফিজ টেস্ট খেলবে না সেটা সরাসরি না বলতে পারলেও টেস্ট খেলা এড়িয়ে চলে। আর সাকিব তো চায়ই না টেস্ট খেলতে। এছাড়াও দলের আরেক অভিজ্ঞ পেসার রুবেল হোসেনের নামও উঠে আসে বিসিবি প্রধানের মুখে। রুবেল হোসেনের কাছে টেস্ট খেলতে নাকি অনেক কঠিন মনে হচ্ছে। যোগ করেন নাজমুল হাসান। টেস্ট দলে নতুন মুখ আনা লাগবে। এছাড়া কোনও উপায় দেখছেন না বলেও জানান তিনি। সূত্র: আরটিভি অনলাইন আর/১২:১৪/২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zWyoqD
July 21, 2018 at 06:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top