টুইট করে ২৬ নাবালিকাকে পাচার হওয়া থেকে বাঁচালেন এক যাত্রী

লখনউ, ৬ জুলাইঃ  একটি টুইটের জেরে পাচার হওয়ায় আগেই রক্ষা পেল  ২৬ নাবালিকা। ট্রেনে উঠে পরিস্থিতি ঠিক মনে না হওয়ায় চলন্ত ট্রেন থেকেই টুইট করেন এক ব্যক্তি।  সেই টুইটের ভিত্তিতে মুজাফ্‌ফরপুর-বান্দ্রা আওয়াধ একপ্রেসে যৌথ অভিযান চালিয়ে ২৬ নাবালিকাকে উদ্ধার করে জিআরপি ও আরপিএফের একটি দল।

জানা গিয়েছে, ওই ট্রেনেরই এস-৫ কোচে ছিলেন ওই ব্যক্তি। ৫ জুলাই নিজের কোচ নাম্বার দিয়ে তিনি টুইট করেন, তাঁর কোচেই প্রায় ২৫ জন নাবালিকা রয়েছে। তাদের মুখচোখ দেখে মনে হচ্ছে তারা অস্বস্তিতে রয়েছে। এই টুইট দেখার আধ ঘণ্টার মধ্যেই রেলের আধিকারিকরা তত্‍‌পর হন।

রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে,  ওই কোচ থেকে ২৬ নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ১০-১৪ মধ্যে। এদের সঙ্গে দুই ব্যক্তি ছিল।  দু-জনকেই গ্রেফতার করেছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lW3y7I

July 06, 2018 at 09:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top