‘ভালো ব্রাহ্মন মেয়ে’কে বিয়ে করার পরামর্শ টিডিপি-র দিবাকর রেড্ডির

নয়াদিল্লি, ৬ জুলাইঃ ফের মাথাচারা দিয়ে উঠল রাহুল গান্ধির বিয়ে নিয়ে জল্পনা। তেলেগু দেশম পার্টির সাংসদ জেসি দিবাকর রেড্ডির দাবি, নরেন্দ্র মোদি নন, ২০১৪ লোকসভা ভোটে বিপুল ভোটে জিতে প্রধানমন্ত্রী হতে পারতেন রাহুল গান্ধি। যদি তিনি রেড্ডির পরামর্শ মত কাজ করতেন তাহলে এটাই হতে পারত শিরোনাম। তিনি আরও বলেন, সোনিয়া গান্ধির সঙ্গে তাঁর কথা হয়েছে। ‘ব্রাহ্মণ পরিবারের ভাল’ কোনো মেয়েকেই রাহুলের বিয়ে করা উচিত বলেই পরামর্শ দেন রেড্ডি।

তিনি বলেন, ‘আমি যখন কংগ্রেসে ছিলাম। সোনিয়া গান্ধিকে পরামর্শ দিয়েছিলাম, রাহুলের উত্তরপ্রদেশের ব্রাহ্মণদের সমর্থন প্রয়োজন। রাহুলকে কোনও ব্রাহ্মণ মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিন। উনি সমর্থন পেয়ে যাবেন। ব্রাহ্মণরাই উত্তরপ্রদেশে রাজ করে। কিন্তু, উনি মানতে চাননি।’ ৪ জুলাই এক জনসভায় এমন মন্তব্য করেন রেড্ডি।

কংগ্রেসের টিকিটে ৬ বারের বিধায়ক রেড্ডি ২০১৪ লোকসভার আগে টিডিপি-তে যোগ দেন এবং জিতে সাংসদ হন।
উত্তরপ্রদেশের ভোটবাক্সের বেশিরভাগ অংশই ব্রাহ্মণ সম্প্রদায়ের দখলে। উত্তরপ্রদেশে কংগ্রেসের উত্থানের জন্য এমন পরামর্শ বলেও সাফাই দেন ওই বিধায়ক। উত্তরপ্রদেশ কার দখলে থাকবে, তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত। এখনও পর্যন্ত গেরুয়া শিবির শক্তিশালী। তবে কংগ্রেসেরও টার্গেট উত্তরপ্রদেশ। তার আগে টিডিপি সাংসদের এমন পরামর্শে গান্ধি-পুত্র কান না দেওয়ায় বেজায় বিরক্ত রেড্ডি।

টিডিপি সাংসদের এমন প্রস্তাব সামনে হতেই বইছে সমালোচনার ঝড়। হাজার সমালোচনার পরও নিজের দাবিতে অনড় রেড্ডি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uanszT

July 06, 2018 at 09:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top