নয়াদিল্লি, ২৯ জুলাইঃ হোয়াটসঅ্যাপের মত সোশ্যাল সাইটগুলোতে(IIIT) ভুয়ো খবর রুখতে বিশেষ অ্যাপ তৈরি করছেন ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফর্মেশন টেকনলজি দিল্লির এক দল গবেষক। এখনকার পরিস্থিতিতে এই অ্যাপ অত্যন্ত কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। প্রোজেক্টের প্রধান অধ্যাপক পোন্নুরঙ্গম কুমারগুরু। তিনি বলেন, ‘যে কোনো ভাইরাল ফরওয়ার্ডেড মেসেজ 9354325700 নম্বরের সকলকে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। এ ধরনের খবর বা ভিডিয়ো পর্যালোচনা করে নতুন একটি মডেল তৈরি করা হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কেউ যদি আপনাকে একটা ভিডিয়ো পাঠান, সেটার কোড যদি সবুজ থাকে, তবে তার সারবত্তা থাকবে। কোড যদি হলুদ হয় সে ক্ষেত্রে মনে করতে হবে মেসেজটির সারবত্তা আছে কিনা তা নিয়ে ধন্দ রয়েছে। যদি লাল হয় তবে তা একেবারে ভুয়ো বলে ধরে নিতে হবে। আপাতত এই পথেই এগোচ্ছি আমরা।’
গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গণপ্রহারে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জনস্বার্থ মামলাও হয়েছে দেশের শীর্ষ আদালতে। এই পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়া এবং দ্রুত ভুয়ো খবর ছড়ানোর পেছনে কারণ হিসেবে দেখানো হয়েছে, সব মৃত্যুর পেছনে সোশ্যাল মিডিয়ার বিশেষ ভূমিকা রয়েছে। ভুয়ো খবর আটকাতে না পারলে প্রতিদিন ৫ লক্ষ টাকা জরিমানারও হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OnMULg
July 29, 2018 at 09:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন