কলকাতা, ২৯ জুলাইঃ বাংলা সাহিত্য হারাল তাঁর অন্যতম সেরা নক্ষত্রটিকে। চলে গেলেন বিশিষ্ট সাহিত্যিক রমাপদ চৌধুরী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই সাহিত্যিক।
অনেকদিন আগেই নিজের লেখা থামিয়ে দিয়েছিলেন তিনি। তিন বন্দ্যোপাধ্যায়ের পর বাংলা কথাসাহিত্যের অন্যতম সেরা কলমটিই হাতে ছিল তাঁর। ১৯২২ সালে খড়গপুরে তাঁর জন্ম। বাবার কর্মসূত্রে গোটা দেশ ঘুরে ফেলেছিলেন তিনি। সেই অভিজ্ঞতাই ফুটে উঠত তাঁর কলমে। সতেরো আঠেরো বছরে লেখা গল্প ‘উদায়স্ত’ প্রকাশিত হয়েছিল যুগান্তর পত্রিকায়। সেই গল্পেই তিনি প্রমাণ করে দিয়েছিলেন বাংলা সাহিত্য পেতে চলেছে এক নতুন পদাতিককে। এপর প্রকাশিত হয় ‘বারো ঘোড়ার আস্তাবল’। বাংলা সাহিত্যও পেয়ে যায় একটি স্থায়ী ভাষাকে।
পেশাগতভাবে সম্পাদনা করেছেন পত্রিকা। সভা-সমিতিতে বিশেষ দেখা যেত না তাঁকে। রমাপদ চৌধুরীর কাহিনি আসলে এক বৃহত্তর ক্যানভাস। যেখানে অলংকার সরিয়ে রেখে নির্মেদ ঋজু ভাষার আঁচড়ে তিনি ফুটিয়ে তুলছেন এক একটি শাশ্বত চিত্র। তাঁর কলমই তাঁর তুলি। আর সেই তুলির এক একটা স্ট্রোকে কখনও ফুটে উঠেছে ‘দ্বীপের নাম টিয়া রং’, কখনও বা লেখা হয়েছে ‘বনপলাশীর পদাবলী’। ১৯৮৮ সালে পেয়েছিলেন সাহিত্য অ্যাকাডেমি সম্মান। আনন্দ পুরষ্কার, রবীন্দ্র পুরস্কার-সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AkwFeZ
July 29, 2018 at 09:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন