আটলান্টা, ২০ জুলাই- আটলান্টার লোগ্যান-ভীল নিবাসী বাংলাদেশী আমেরিকান ফার্মাসিস্ট আল্ভীন আহমেদ গত সোমবার থেকে নিখোঁজ রয়েছেন। স্থানীয় পাবলিক্স ফার্মেসীতে শিফট শেষে রাতের বেলা তিনি বেরিয়ে যান। এর পর থেকেই তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছেন! আটলান্টার আটলান্টার গুইনেট কাউন্টি পুলিশ সার্জেট মিঃ স্মীথ বলেন স্থানীয় ডাল্টন লেকে একটি লাশ ভেসে আসতে দেখা গেছে ধারণ করা হচ্ছে এটি আল্ভীনের তবে বস্তারিত অটোপ্সী রিপোর্ট আসার পর জানা যাবে! এদিকে লোগ্যান-ভীল পুলিশ একটি পরিত্যক্ত হোন্ডা সিভিক গাড়ী গুইনেট পুলিশের কাছে হস্তান্তর করেছে। ধারণা করা হচ্ছে এটি আল্ভীন আহমেদের গাড়ী। আলভীন রওশন আহমেদ (২৫) ইউনিভার্সিটি অব জর্জিয়ার ফার্মেসী গ্রাজুয়েট! সে তার পিতা-মাতার কণিস্ট পূত্র! আটলান্টার প্রিয় মূখ মরহূম কামাল আহমেদের পরিবার সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। কোন সূহৃদ তার কোন সন্ধান পেলে দয়া করে ফেসবুকে অথবা ৪০৪-৯১৭-৯৯৫৫ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরুধ করা যাচ্ছে! আর/১০:১৪/২০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2mxUeaF
July 21, 2018 at 04:29AM
20 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top