মুম্বই, ২০ জুলাইঃ ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন মুম্বই বাইকুল্লা জেলের ৮২ জন বন্দি। যার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। জেল সূত্রে জানা গিয়েছে, অসুস্থ ৮২ জনই মহিলা বন্দি। শুক্রবার সকাল থেকে তাঁদের পেটে যন্ত্রণা, বমি এবং পায়খানা শুরু হয়। ঝুঁকি এড়াতে সকলকে মুম্বইয়ে জেজে হাসপাতালে ভরতি করা হয়েছে। ৮২ জন একসঙ্গে কীভাবে ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছেন তা স্পষ্ট নয়। তবে এটা বিএমসি-র স্বাস্থ্য দপ্তরের দেওয়া কলেরা প্রতিষেধক হাইডোজ ওষুধের প্রভাব হতে পারে বলে মনে করছেন বাইকুল্লা জেলের আইজি রাজবর্ধন সিন্হা। তিনি বলেন, ‘বৃহস্পতিবার ওষুধ খাওয়ার পর থেকেই বন্দিরা বমি করতে শুরু করেন। আমরা তাঁদের হাসপাতালে ভরতি করেছি। এখন অধিকাংশেরই অবস্থা স্থিতিশীল।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2O1O8M5
July 20, 2018 at 10:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন