ঢাকা, ২০ জুলাই- বাংলাদেশে টেস্ট ম্যাচের জন্য আলাদা দল গঠন করতে হবে। টিমের অনেক সিনিয়র খেলোয়াড় টেস্ট খেলতে অনাগ্রাহী। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের লজ্জাজনক পরাজয় নিয়ে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন। এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন তার ভৈরব নিজ বাসভবনে এসব কথা জানান। তিনি আরো বলেন, টেস্ট খেলাটা অনেক কঠিন। বাংলাদেশ দলের নিজ দেশের পিচে খেলার অভিজ্ঞতা বেশি। বাহিরে দেশের পিচে খেলা অনেক চ্যালেঞ্জ হয়ে পড়ে খেলোয়াড়দের। সাধারণত আমাদের দেশের পিচ আর বাহিরের দেশের পিচে পার্থক্য রয়েছে। তাই আমাদের স্টেডিয়ামে সে ধরণের পিচ তৈরি করে তাদের অভিজ্ঞতা বাড়ানোর প্রচেষ্টা চালানো হবে বলে তিনি জানান। শুক্রবার (২০ জুলাই) সকালে রাশিয়া সফর শেষ করে শাহজালাল অান্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার নিজ নির্বাচনী এলাকা ভৈরব সফরে আসেন। দলীয় সুত্রে জানা গেছে, আজ বিকালে আগানগর ইউনিয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প ও লুন্দিয়া শীতলপাটি ব্রীজের উদ্ধোধন করবেন। সূত্র: পূর্বপশ্চিম এমএ/ ১১:২২/ ২০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LdlSIP
July 21, 2018 at 05:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top