শিলিগুড়ি, ২৯ জুলাইঃ ঠিকমতো খবর না থাকায় কষ্ট করে চুরি করতে এসে বোকা হতে হল চোরের দলকে। দরজা খোলাই ছিল এটিএমের। পাহারাদারও নেই। কিন্তু লাভ কিছুই হল না। ফিরতে হল খালি হাতেই। রবিবার রাতে ঘটনাটি ঘটে জলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালে একবার এটিএমটিতে বড়োসড়ো চুরির ঘটনা ঘটে। মেশিন ভেঙে দুষ্কৃতীরা প্রচুর টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে এটিএম-টি পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে। কিন্তু রবিবারের চোরেদের কাছে সেই খবর ছিল না। এদিন রাত এগারোটা নাগাদ বৃষ্টির সময় তিনজনের একটি দুষ্কৃতী দল এটিএমের ভেতর ঢোকে। কিন্তু টাকা না পেয়ে সেখান থেকে খালি হাতেই পালাতে হয়। স্থানীয় এক ব্যক্তি ওই তিনজনকে এটিএম থেকে বের হতে দেখে ফেলেন। তিনিই আশিঘর ফাঁড়িতে খবর দেন। যদিও পুলিশ এসে কাউকে ধরতে পারেনি। ওই দলটি এটিএম লুঠের সঙ্গে যুক্ত বলে পুলিশ নিশ্চিত। দুষ্কৃতী দলটির খোঁজ শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OoU6H8
July 30, 2018 at 12:33AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন