মুম্বই, ২৯ জুলাইঃ মা ক্যানসারে আক্রান্ত। তার প্রভাব গর্ভস্থ সন্তানদের উপরেও পড়েছিল। কিন্তু জন্মের পর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্যে দুই সদ্যোজাতর শরীর থেকেই নির্মূল করা হল ক্যানসারের কোশ। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে যশলোক হাসপাতালে। এর আগে ভারতে এই ধরনের চিকিৎসা হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর বাসিন্দা স্বয়ম প্রভার মা এবং দুই মাসি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁর দুই মামাও ক্যানসারে আক্রান্ত। আটবছর আগে স্বয়ম প্রভার দেহেও ক্যানসার সৃষ্টিকারী ভাইরাস বিআরসিএ১-এর হদিস মেলে। কিন্তু স্বয়ম প্রভা তাঁর সন্তানদের এই ভাইরাসের কবল থেকে মুক্ত করতে বদ্ধপরিকর ছিলেন। সেজন্য গর্ভবতী হওয়ার আগে থেকে তিনি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শুরু করেন। সম্প্রতি মুম্বইয়ে যশলোক হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন স্বয়ম প্রভা। তারপর ওই হাসপাতালেই দুই সদ্যোজাতর শরীর থেকে ক্যানসারের কোশ নির্মূল করা হয়। পিজিটি পদ্ধতির মাধ্যমে নবজাতকদের শরীর ক্যানসার কোশের প্রভাব থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইভিএফ বিশেষজ্ঞ ডা. ফারুজা পারিখ।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NVB3mJ
July 30, 2018 at 12:17AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন