সেন্ট কিটস, ২৯ জুলাই- ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাড়িয়েছে দ্য ম্যাশ স্কোয়াড। প্রথম ম্যাচে ৪৮ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে দাপটের সঙ্গে ১৮ রানের জয় তুলে সিরিজটি নিজেদের করে নেয় সফরকারীরা। টাইগারদের সামনে এবার টি-টোয়েন্টি মিশন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ জুলাই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, ৪ ও ৫ আগস্ট। বাংলাদেশ দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আরিফুল হক, আবু জায়েদ চৌধুরী। প্রসঙ্গত, দলে ফিরেছেন আফগানদের বিপক্ষে চোট পেয়ে ছিটকে যাওয়া মুস্তাফিজুর রহমান। অন্যদিকে, বাদ পড়েছেন আবুল হাসান রাজু। এদিকে, টি-টোয়েন্টিতে খেলার লক্ষে সেন্ট কিটসে পৌঁছেছেন সৌম্য সরকার ও নাজমুল ইসলাম অপু। আর ক্যারিবীয় ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসবেন মাশরাফি বিন মর্তুজা ও এনামুল হক বিজয়। ম্যাশ তো বিদেশের মাটিতে ৯বছর পর সিরিজ জয় উপহার দিয়েছিলেন বাংলাদেশকে। কিন্তু তিনি টি-২০ তে থাকছেন না, কারণ তিনি এ ফরম্যাটকে বিদায় বলে দিয়েছেন। তাই বাংলাদেশ কি পারবে শেষ হাসিটা হাসতে? তথ্যসূত্র: সময়ের কণ্ঠস্বর এইচ/২১:০৫/২৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LwLFvr
July 30, 2018 at 03:06AM
29 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top