অনেকদিনের জয়ের খরা চলছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। আরও স্পষ্ট করে বললে, সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহের বিদায়ের পরেই এই পতনের শুরু হয়েছিল। দীর্ঘ ৬ মাসের খারাপ সময় কাটিয়ে অবশেষে সেই মাশরাফির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল টাইগাররা। বাংলাদেশের এটি ২২তম ওয়ানডে সিরিজ জয়। দেশের বাইরে পঞ্চম। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ বছর পর সিরিজ জিতল বাংলাদেশ। ২০০৫ সালে প্রথম সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেটা জিম্বাবুয়ের বিপক্ষে। এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের জেতা ২টি সিরিজ: জিম্বাবুয়ে ২০০৫ (৩-২) বাংলাদেশ কেনিয়া ২০০৫/০৬ (৪-০) বাংলাদেশ কেনিয়া ২০০৬ (৩-০) কেনিয়া জিম্বাবুয়ে ২০০৬/০৭ (৫-০) বাংলাদেশ স্কটল্যান্ড ২০০৬/০৭ (২-০) বাংলাদেশে জিম্বাবুয়ে ২০০৬/০৭ (৩-১) জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ২০০৭/০৮ (৩-০) বাংলাদেশ জিম্বাবুয়ে ২০০৮/০৯ (২-১) বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ২০০৯ (৩-০) ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে ২০০৯ (৪-১) জিম্বাবুয়ে জিম্বাবুয়ে ২০০৯/১০ (৪-১) বাংলাদেশ নিউজিল্যান্ড ২০১১/১২ (৪-০) বাংলাদেশ জিম্বাবুয়ে ২০১১/১২ (৩-১) বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ২০১২/১৩ (৩-২) বাংলাদেশ নিউজিল্যান্ড ২০১৩/১৪ (৩-০) বাংলাদেশ জিম্বাবুয়ে ২০১৪ (৩-০) বাংলাদেশ পাকিস্তান ২০১৫ (৩-০) বাংলাদেশ ভারত ২০১৫ (২-১) বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ২০১৫ (২-১) বাংলাদেশ জিম্বাবুয়ে ২০১৫ (৩-০) বাংলাদেশ আফগানিস্তান ২০১৬ (২-১) বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ২০১৮ (২-১) ওয়েস্ট ইন্ডিজ সূত্র: কালের কন্ঠ এমএ/ ০৯:০০/ ২৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vdPZVG
July 30, 2018 at 03:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top