লখনউ, ২৮ জুলাইঃ গেরুয়া পোশাক পরে উত্তরপ্রদেশে হিন্দুদের কানোয়ার যাত্রা-য় শামিল এবার মুসলিমরাও। ২-৪ জন নয়, ৭০ জন হিন্দু পুণ্যার্থীর সঙ্গে কানোয়ার যাত্রায় শামিল হয়েছেন ১৫ জন মুসলিম। যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
জানা গিয়েছে, প্রতি বছরই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ঝাড়খণ্ডের দেওঘর জেলার বাবাধাম-এ ভিড় জমান। উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার কুশারি গ্রামের হিন্দু পুণ্যার্থীরাও এর ব্যতিক্রম নন। তাঁরা প্রথমে বিহারের সুলতানগঞ্জে যান। সেখানে গঙ্গা থেকে জল নিয়ে ১০৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে বাবাধামে যান। কুশারি গ্রামের বাসিন্দাদের পায়ে হেঁটে এই যাত্রা-ই কানোয়ার যাত্রা নামে পরিচিত। এবারে কানোয়ার যাত্রায় হিন্দু পুণ্যার্থীদের সঙ্গে মুসলিমদের শামিল হওয়ার ঘটনায় অভিভত শুক্লা বলেন, এটা ভারতের গঙ্গা-যামুনি সংস্কৃতির প্রকৃষ্ট উদাহরণ। এর থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত এবং ঘৃণা সরিয়ে ভালোবাসা, শান্তি বিস্তার করা উচিত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NUFsq9
July 28, 2018 at 11:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন