জল বাড়ায় ছুটি বাতিল

রায়গঞ্জ, ২৮ জুলাইঃ গতবছর উত্তর দিনাজপুর জেলায় বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। জেলার ইসলামপুর ব্লক বাদে বাকি আটটি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইটাহার ব্লকের বারোটি গ্রাম পঞ্চায়েত। এবছর ভারি বৃষ্টি শুরু না হলেও গত তিন সপ্তাহ ধরে জেলায় বিভিন্ন নদীর জল বাড়তে শুরু করেছে। বন্যার আশঙ্কা প্রকাশ করে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মীদের অনির্দিষ্টকালের জন্য ছুটি বাতিল করে দিয়েছেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। জেলাশাসক জানিয়েছেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা স্বাস্থ্য দপ্তর রায়গঞ্জ ও ইসলামপুরের মহকুমা শাসকের দপ্তরসহ সেচ, জনস্বাস্থ্য ও কারিগরি দফতর, পূর্ত, বিদ্যুৎবন্টন, কৃষি, মৎস্য, খাদ্য ও সরবরাহ, প্রাণিসম্পদ এবং জেলার নয়টি ব্লকের বিডিও অফিসের আধিকারিক ও কর্মীদের অনির্দিষ্টকালের জন্য ছুটি বাতিল করা হয়েছে।’

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

ছবিঃ প্রতীকী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LQGtSR

July 28, 2018 at 11:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top