কুকুরের কামড়ে জখম এক শিশু সহ দশজন

রায়গঞ্জ, ২৯ জুলাইঃ কুকুরের কামড়ে জখম এক শিশু সহ দশজন।  নন্দিনী মাহাতো (৭) নামে ওই শিশুটি বর্তমানে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি। বাকিরা করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি রয়েছেন। রবিবার ঘটনাটি ঘটে, করণদিঘি ব্লকের টুঙ্গীদিঘি এলাকার গোয়ালপাড়া গ্রামে। পথচলতি মানুষদের দেখলেই তেড়ে যাচ্ছিল কুকুরটি। কয়েকজন পালিয়ে বাঁচলেও এক শিশু সহ ১০ জন কুকুরটির কামড়ে জখম হন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত।  করণদিঘি থানার এক পুলিশ আধিকারিক জানান, ‘বন বিভাগে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

ছবিটি প্রতীকী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2v0t9kX

July 29, 2018 at 11:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top