ঢাকা, ২৯ জুলাই- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন সময়ে বাংলাদেশের বিতর্কিত ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে আবারও অভিযোগ উঠেছিল ফেসবুকে দুজন ক্রিকেট প্রেমীকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন তিনি। সেই গালাগালির স্ক্রিনশটও ছড়িয়ে পড়ে ফেসবুক আর গণমাধ্যমে। বিসিবিও গুরুত্বের সঙ্গে নেয় বিষয়টি। এবার সিরিজ জয় শেষে ফেসবুকে নিজের অবস্থান পরিস্কার করলেন সাব্বির। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বাংলা এবং ইংরেজিতে দেওয়া এক স্ট্যাটাসে সাব্বির লিখেছেন, সবাইকে জানানো যাচ্ছে যে, আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ কারণে কিছুদিন যাবত আমাকে ঘিরে কিছু অপ্রিতিকর ঘটনার জন্ম হয়েছে, যার মূলে আমি নই। সেজন্যে আমি ভক্তদের কাছে গভীরভাবে দুঃখপ্রকাশ করছি। আমার অনুরাগীদের ভালোবাসাকে আমি যতটা সম্মান করি, ততটা আমি বুঝতে পারি যে আমার খারাপ পারফরম্যান্সের জন্য আমার সমালোচনা করা হবে। আমি আমার খেলার উন্নতি ঘটাতে সত্যিই কঠোর পরিশ্রম করছি। আমার জন্য সবাই প্রার্থনা করুন এবং আমি যতটা সম্ভব চেষ্টা করব। আমি আরও বলব যে, আজ (গতকাল) আমরা বিদেশের মাটিতে অসাধারণ এক সিরিজ জিতেছি। এজন্য আমরা গর্বিত। আপনারা আমাদের জন্যে দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতেও আপনাদের এমন জয় উপহার দিতে পারি। আলহামদুলিল্লাহ! উল্লেখ্য, ছয় মাস আগে দর্শক পেটানোর অভিযোগে অভিযুক্ত হন সাব্বির। সূত্র: বিডি২৪লাইভ আর/১০:১৪/২৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NTE32T
July 30, 2018 at 05:30AM
29 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top