জয়ী ইমরানের দল, তবে সরকার গড়তে ভরসা জোট

ইসলামাবাদ, ২৭ জুলাইঃ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয়লাভ করল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। কিন্তু ম্যাজির ফিগার থেকে মাত্র কয়েকটি আসন পিছিয়ে পড়ায় পাক প্রাইম মিনিস্টার হতে জোট করে সরকার গড়তে হবে পাক ক্রিকেটের প্রাক্তন অধিনায়ককে।

শুক্রবার সকালে গণনার শেষে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করল পাক নির্বাচন কমিশন। কিন্তু ১০৯টি আসনেই থেমে যায় ইমরানের দলের ইনিংস। তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী হাজতবাসী প্রাক্তন প্রাইম মিনিস্টার নওয়াজ শরিফের দল পিএমএল(এন) জয়লাভ করে ৬৩টি আসনে। অপরদিকে, বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি পায় ৪২টি আসন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uTXMsl

July 27, 2018 at 01:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top