রেললাইনে ধস, অল্পের জন্য রক্ষা রাজধানীর

কুলটি, ২৭ জুলাইঃ ‌টানা বৃষ্টিতে রেললাইনে ধস। তবে অল্পের জন্য বরাতজোরে বেঁচে গেল রাজধানী এক্সপ্রেস। তবে রাজধানী চলে যাওয়ার পরে শুক্রবার সকালে কুলটি এবং সীতারামপুরের মাঝে লাইনে ধস নামে। এরপরই বন্ধ হয়ে যায় ওই লাইনে ট্রেন চলাচল। সালানপুর থেকে ট্রেনগুলিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। যে লাইনে ধসে নেমেছে, সেই লাইনে চলে রাজধানী ও শতাব্দীর মতো দূরপাল্লার ট্রেন। দুর্গাপুর স্টেশনে আটকে পড়ে শতাব্দী এক্সপ্রেস। তবে আদ্রা থেকে ঘুরপথে শতাব্দী এক্সপ্রেস চালানোর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। ধসের কারণে শুক্রবার সকালে থেকে ট্রেন চলাচল বন্ধ হাওড়া-ধানবাদ মেন লাইনে।

খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ম্যানুয়ালি রেললাইন মেরামতির কাজ করায় সময় আরও বেশি লাগছে। রেলের ডিআরএম জানিয়েছেন, জোরকদমে কাজ চলছে। কিন্তু ২৪ ঘণ্টা লেগে যাবে রেললাইন সারানোর কাজ পুরোপুরি শেষ হতে। এই ঘটনায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। এখনও বিভিন্ন স্টেশনে আটকে বেশ কিছু ট্রেন।

জোড়া নিম্মচাপের জেরে তুমুল বৃষ্টি। কার্যত ভেসে গিয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল, কুলটি, রানিগঞ্জের মতো শহরগুলি। জলমগ্ন বহু এলাকা। এর জেরেই এই বিপত্তি। রয়েছে আরও বৃষ্টির সম্ভাবনা।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NObaFh

July 27, 2018 at 12:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top