২০২২ সালে কাতারেই বিশ্বকাপ আসর বসবে, সেটা আগেরই জানা। এবার আগামী আসরের তারিখ চূড়ান্ত করলো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুক্রবার (১৩ জুলাই) কাতার বিশ্বকাপ আসরের তারিখ চূড়ান্তের এই ঘোষণা দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো। জুন-জুলাই মাসে বিশ্বকাপের আসর বসলেও, কাতার বিশ্বকাপের সময় পরিবর্তন করেছে ফিফা। ২৮ দিনেই শেষ হবে কাতার বিশ্বকাপ আসর। ২১ নভেম্বর শুরু হয়ে আসরের শেষ হবে ১৮ ডিসেম্বর। এই পরিবর্তনের কারণ অবশ্য জানিয়েছে ফিফা, জুন-জুলাইয়ে কাতারের আবহাওয়া বেশ গরম থাকে। তাই সময় পরিবর্তন করে নভেম্বর-ডিসেম্বরে আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে। তবে, এর মধ্যেই কাতার বিশ্বকাপ আয়োজকরা জানিয়েছে, বিশ্বকাপের জন্য ৮টি স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে। যেখানে পুরো স্টেডিয়ামই থাকবে শীতাতপনিয়ন্ত্রিত। তবে, ৩২টি নাকি ৪৮টি দল অংশ নেবে, সেটা এখনো নিশ্চিত করেনি ফিফা। এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট জানান, ৪৮ দলের অংশগ্রহণের বিষয়টা এখনই বলা যাচ্ছে না। কাতারের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, তবে ৩২ নাকি ৪৮টি দল থাকবে, তা আলোচনা করে জানানো হবে। সূত্র: সারাবাংলা এমএ/ ০২:২২/ ১৪ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NS7rr0
July 14, 2018 at 08:22PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন