হিমা দাসের স্বদেশপ্রেম নাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকেও, টুইটারে ভিডিয়ো পোস্ট মোদির

নয়াদিল্লি, ১৪ জুলাইঃ ভারতের হয়ে আন্তর্জাতিক অ্যাথলেটিকসে প্রথম সোনা জিতে ইতিহাসে গড়েছেন অসমের হিমা দাস। অসমের নগাঁও জেলার ঢিং গ্রামের কৃষকের মেয়ে হিমার সাফল্যে উচ্ছ্বসিত ভারতের অ্যাথলেটিকস মহল। ফিনল্যান্ডের ট্যাম্পেরেতে অনুর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছেন তিনি। সেই জয়ের মুহূর্তে হিমা যেভাবে দেশকে সম্মান জানিয়েছেন, তাঁর দেশাত্মবোধ নাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকেও। তিনি টুইট করে সেই জয়ের মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে লেখেন, এমন মুহূর্ত কখনও ভোলা যাবে না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Jl3F6k

July 14, 2018 at 02:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top