অটোয়া, ২০ জুলাই- ব্যারিস্টার কামরুল হাফিজকে সভাপতি এবং ইসতিয়াক উদ্দীন আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কানাডায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা গত ১৫ জুলাই ২৮৮৩ ড্যানফোর্থ এভিনিউতে সংগঠনের সভাপতি আব্দুল হালিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিগত দুই বছর সংগঠনকে সফলভাবে পরিচালনার জন্য বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সবাই ধন্যবাদ জানান। সম্প্রতি অনুষ্ঠিত পিকনিকের সাফল্যে পিকনিক উদযাপন কমিটিকেও উপস্থিত সকলে অভিনন্দন জানান। সংগঠনের নিয়ম অনুযায়ী নতুন কমিটি গঠনের জন্য এদিন মুক্ত আলোচনা হয়। অবশেষে সর্বসম্মতিক্রমে ব্যারিস্টার কামরুল হাফিজকে সভাপতি এবং ইসতিয়াক উদ্দীন আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আ ক ম জহিরউদ্দীন। এরপর নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। ২০১৮-২০২০ সালের নবনির্বাচিত নির্বাহী কমিটি- সভাপতি : ব্যারিস্টার কামরুল হাফিজ সহ-সভাপতি : সুমী রহমান, ফখরুদ্দিন মাসুদ, রোকেয়া সুলতানা ও আবুল হাসেম সাধারণ সম্পাদক : ইসতিয়াক উদ্দীন আহমেদ যুগ্ম-সাধারণ সম্পাদক : আসমা হক, মফিজুল ইসলাম হীরু, ফেরদৌস আমীন মেহেদী, জাকির হোসেন ও ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ অর্থ সম্পাদক : বিপুল দেবনাথ সাংগঠনিক সম্পাদক : সাজেদুন নাহার সহ-সাংগঠনিক সম্পাদক : রুমানা আহমেদ, ইয়াসমীন বেগম বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : ড. সম্রাট আলম সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : মুনতাসীর মামুন প্রচার ও প্রকাশনা সম্পাদক : শামস কায়সার তথ্য ও গবেষণা সম্পাদক : খন্দকার সোহেল সহ-তথ্য ও গবেষণা সম্পাদক : মোহাম্মদ শাহাদত চৌধুরী দপ্তর সম্পাদক : মনজু আরা সমাজকল্যাণ সম্পাদক : গোলাম কবীর মহিলা বিষয়ক সম্পাদক : সুমী বর্মণ সাংস্কৃতিক সম্পাদক : সঙ্গীতা ব্যানার্জী নির্বাহী সদস্য : আব্দুল হালিম মিয়া সালাম শরিফ শহিদুল ইসলাম মিন্টু আশরাফ হক এমএ/ ১১:১১/ ২০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LBvhpM
July 21, 2018 at 05:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top