টরন্টো, ২০ জুলাই- গত ৮ জুলাই রোববার বিক্রমপুর এসোসিয়েশন অফ কানাডা নামে নতুন একটি সমিতি গঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক সভায় বক্তারা নতুন সমিতি গঠনের আবশ্যকতা তুলে ধরেন। কানাডা প্রবাসী বিক্রমপুরবাসীদের মধ্যে শ্রদ্ধা, সখ্যতা, সম্পর্ক, সম্প্রীতি, ঐক্যমত্য ও সামাজিক মর্যাদা রক্ষার জন্য নতুন একটি সংগঠন দরকার বলে বক্তারা জানান। গত ৮ জুলাই, ২০১৮ইং টরন্টোর মদিনা গ্রীল রেস্টুরেন্টে দেলোয়ার হোসেন দুলালের সভাপতিত্বে এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিক্রমপুর এসোসিয়েশন অফ কানাডার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সম্মতিক্রমে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক- আলী আজগর খোকন, যুগ্ন আহবায়ক- দেলোয়ার হোসেন দুলাল, নাজমুল হুদা চৌধুরী, সাজেদুদ ইসলাম শাহিন, সদস্য সচিব- ড. আব্দুল হাই সুমন, সদস্য- কৃষিবিদ আবুল বাশার, শেখ মাহমুদ কচি, আফজাল ভুইঁয়া বাদল, ইঞ্জিনিয়ার গোপী দাস, ইয়াছমিন হালদার ও মোজাম্মেল চৌধুরী আরিফ। এই আহবায়ক কমিটি তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে। এই সভা থেকে প্রথম বার্ষিক বনভোজন ২০১৮ এর ঘোষণা দেওয়া হয় যা আগামী ১২ আগস্ট মর্নিংসাইড পার্কের ৭ নম্বর স্পটে অনুষ্ঠিত হবে। নবগঠিত সংগঠনটির পক্ষ থেকে সকল কানাডা প্রবাসী বিক্রমপুরবাসীকে পরিবার পরিজনসহ উক্ত বনভোজনে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়। সূত্র: সিবিএন২৪ আর/১০:১৪/২০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NztVwm
July 21, 2018 at 05:12AM
20 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top