দুবাই, ৩ জুনঃ আরব আমিরশাহিতে জলসংকটের সমস্যা সমাধানে আন্টার্কটিকা থেকে আস্ত হিমশৈল আমদানির পরিকল্পনা করেছে আবুধাবি।
প্রকল্পের জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে চলেছে আমিরশাহি সরকার। যেখানে ব্যাখ্যা করা হবে প্রকল্পের প্রতিটি স্তর।
আমিরশাহির জাতীয় পরামর্শ ব্যুরোর দাবি, ‘আইসবার্গ প্রোজেক্ট’-এর ফলে সেই দেশের নাগরিকদের পাশাপাশি দূর হবে তৃতীয় বিশ্বের বেশ কিছু দেশের খরাজনিত সমস্যাও। জানা গিয়েছে, প্রস্তাবিত প্রকল্পে আন্টার্কটিকা থেকে আরব আমিরশাহির মরুভূমি ঘেঁষা সাগরতটে জলপথে ভাসিয়ে আনা হবে অতিকায় হিমশৈলগুলি।
তীরে পৌঁছালে জলপ্রকল্পে গলিয়ে ফেলা হবে হিমশৈলের বরফ। একদিকে মধ্যপ্রাচ্যের শুকনো জমিস্তরে জল আনার স্বপ্ন দেখাচ্ছেন আমিরশাহির বিজ্ঞানীরা। অন্যদিকে প্রকল্প ঘিরে সমালোচনায় ফেটে পড়েছেন পরিবেশবিদরা।
প্রকল্প ঘোষণা করার পরে তৈরি করা হয়েছে বিশেষ বিজ্ঞানভিত্তিক কমিটি। গোটা প্রকল্পের খরচ পড়বে প্রায় ৫-৬ কোটি ডলার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tRcyQ8
July 03, 2018 at 08:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন