অ্যান্টিগা, ০৩ জুলাই- ২০১৯ বিশ্বকাপ শুরু হতে বাকি নেই গোটা এক বছর। যা কদিন সময় আছে তার ভেতরেই যে প্রস্তুত করতে হবে নিজেদের সেটা ভালো করে জানা টাইগার ওপেনার তামিম ইকবালের। বিশ্বকাপ শুরুর চারশ দিন আগে থেকেই প্রচারণা শুরু করে দিয়েছে আয়োজক কমিটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তার অংশ হিসেবে আজ মঙ্গলবার তামিমের একটি ভিডিও সাক্ষাতকার প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তামিম ইকবাল বাংলাদেশের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়ে খেলতে যাবেন ২০১৯ বিশ্বকাপ। এছাড়া ইংল্যান্ডের মাটিতে রয়েছে বাংলাদেশ দলের বেশ কিছু সুখস্মৃতি। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের রয়েছে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ। বাম-হাতি এই ব্যাটসম্যানের প্রত্যাশা এই সিরিজগুলোই প্রস্তুতের জন্য সেরা সময়। আইসিসিকে দেয়া সাক্ষাতকারে তামিম বলেন, যখন কোনও বিশ্ব আসরে খেলতে যাই তখন আমি সবসময় আমাদের জয় নিয়ে ভাবি। আমি ট্রফি জিততে আসার মানসিকতা নিয়ে আসি না। আমরা শুধু আমাদের সেরা খেলাটা দিতে আসি এবং আমরা শেষপর্যন্ত খেলে যেতে চাই। আসন্ন বিশ্বকাপে ট্রফি জয়ের দৌড়ে কারা এগিয়ে থাকবে এমন প্রশ্নে তামিম বলেন, আমি মনে করি ইংল্যান্ড অন্যতম সেরা দল। তাদের নিজেদের মাঠ, কন্ডিশন ছাড়াও দলে অনেক সেরা খেলোয়াড় রয়েছে। ভারতও স্পষ্টভাবে ফেভারিট। তবে আপনি কোনও দলকে যতই ফেভারিট তকমা দেন না কেন আমি বলবো বিশ্বকাপে সবাই ফেভারিট। কারা কখন বিস্ময়কর দল হিসেবে জানান দিয়ে দেয় সেটা ভাবাও কঠিন। এই দেখেন ১৯৯৬ সালে শ্রীলঙ্কা যে চ্যাম্পিয়ন হয়ে যাবে সেটা কেউ জানত না। ওই সময় শ্রীলঙ্কা যদি বিশ্বকাপ জিততে পারে তাহলে আপনাকে মানতে হবে- বাংলাদেশও জয়ী হতে পারে এই বিশ্বকাপ। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ অসাধারণ খেলেছিল। যেখানে তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। এটা সত্যিই চমৎকার ছিল। যার পেছনে বাংলাদেশ ক্রিকেটের ভক্তদেরও সমর্থন কম ছিল না। এ নিয়ে তামিম বলেন, অসাধারণভাবে ভক্তরা গোটা যুক্তরাজ্যজুড়ে আমাদের সমর্থন দিয়ে গেছেন। ইংল্যান্ড আমাদের দেশ থেকে দূরে হলেও অনেক বাংলাদেশি এখানে আছেন। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক সমর্থন পেয়েছি। যখন আমরা ইংল্যান্ডের বিপক্ষে খেলছি তখন তাদেরর তুলনায় আমাদের বেশি সমর্থক ছিল! ২৯ বছর বয়সী এই তারকা আরও বলেন, বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। আমরা গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো একটি দল ছিলাম। ব্যক্তিগতভাবে আমি বলবো আমরা সত্যিই উন্মুখ হয়ে আছি বিশ্বকাপে খেলার জন্য। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/০৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IPVLBz
July 04, 2018 at 01:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top