বুধবার ৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দল ঘোষণার কথা ছিল। তবে একদিন আগেই সেই ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের এই স্কোয়াডে ডাক পেয়েছেন এখনো ওয়ানডে অভিষেক না হওয়া ৪ ক্রিকেটার। নতুন এই চারজন হলেন নাজমুল হোসেন শান্ত, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু ও আবু জায়েদ রাহী। তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। স্কোয়াডে রয়েছেন ইনজুরিতে থাকা মোস্তাফিজ। এছাড়া আবারও ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হাসান শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হয়দার রনি, আবু জায়েদ রাহি। সূত্র: পূর্বপশ্চিম এমএ/ ০৮:৩৩/ ০৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tOvjn0
July 04, 2018 at 02:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top